কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য থেকে:
বাঙালী ওবামার কাজ
দেখতে যদি চাও,
লণ্ডনের টাওয়ার হ্যামলেটসে
সবাই মিলে যাও।
জ্ঞানে গুণে দেখতে তিনি
বারাক ওবামার মত,
জনগণের বসবাসের জন্য
বাড়ি বানান শত শত।
রবিন হুড, ওসেন ইস্টেইট
আর পপলার বাথ,
সুন্দর অট্টালিকা নির্মাণে
কাটান দিন রাত।
টাউন হলের জায়গা কিনেন
তৈরি করেন কবরস্থান,
বারসারি ও ইএমএ গ্রান্ট দিয়ে
শিক্ষায় রাখেন অবদান।
ফ্রি স্কুল মিল চালু করেন
সবাই অবাক হয়,
নির্বাচনে দুই বার জেতায়
শত্রুদের মনে ভয়।
যুবকদের সুনাগরিক করতে
গড়ে তুলেন সেন্টার,
বুড়োদের নতুন জীবন দিতে
ক্লাব করেন বেশুমার।
অসহায় বৃদ্ধদের সেবা দিতে
ফ্রি হোম কেয়ার সার্ভিস,
সমাজের সব শ্রেণির মানুষের
পেলেন কত দোয়া আশীষ।
ফেইথ গ্রান্টের নতুন ভাবনা
বিশ্বাসীদের অবাক করে,
বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা
খুশির হাওয়া ঘরে ঘরে।
এমন নেতার হাজারো কাজ
থাকবে চির অম্লান,
বারাক ওবামার প্রতিচ্ছবি
বিপ্লবী লুৎফুর রহমান।
আবার যদি লুৎফুর রহমানকে
ক্ষমতায় আনতে চাও,
পাঁচই মে তারিখে দলে দলে
ঘর মার্কায় ভোট দাও।