হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আমরা বাঙ্গালি ফাউন্ডেশন আয়োজনে মেট্রো ওয়াশিংটন এলাকার আর্লিংটন সেন্টাল লাইব্রেরি অডিটোরিয়ামে পালিত হলো বিজয় দিবস ও সূচনানুষ্ঠান বইমেলা ২০১৯। আমরা বাঙালি ফাউন্ডেশনের ব্যানারে ১৬ ডিসেম্বর বিকাল ৫.৩০ ঘটিকায় বিজয় র্যালি ও জাতীয় সঙ্গীত ও বাঙ্গালি জাতির জনকের প্রতি সম্মান প্রদর্শন করে অনুষ্ঠান শুরু হয়।
বিজয় দিবস ও ডিডি বইমেলা ২০১৯ এর সূচনানুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত গেয়ে। এতে অংশগ্রহণ করেন আবু রুমি, দিনার মনি, ডরথী বোস, মেরিনা রহমান, মিসেস শামীম চৌধুরী, রফিকুল ইসলাম আকাশ ও আমরা বাঙ্গালীর সকল ব্যবস্থাপকবৃন্দ।
আতিয়া মাহ্জামিন নিতুর সঞ্চালনে বইমেলা ২০১৮ এর উপর আলোকপাত করেন সামিনা আমিন।
বিগত বইমেলায় আমরা বাঙালি ফাউন্ডেশন ইয়ুথ টিম সহ সকল পর্যায়ে অংশগ্রহণকারী সকল ছেলে মেয়েদের হাতে তুলে দেয়া হয় প্রশংসপত্র। প্রশংসাপত্র তুলে দেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান, আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ডিসি বইমেলা ২০১৮ ও ডিসি বইমেলা ২০১৯ শের প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার, আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের সভাপতি জিবাক কুমার বড়ুয়া, অর্থ ব্যবস্থাপক মো: আমান উল্লাহ,
প্রোগ্রাম ব্যবস্থাপক দেওয়ান আরশাদ আলী বিজয় ও প্রজেক্ট ব্যবস্থাপক মোঃ মুস্তফিজুর রহমান।
প্রোগ্রাম ব্যবস্থাপক দেওয়ান আরশাদ আলী বিজয় ও প্রজেক্ট ব্যবস্থাপক মোঃ মুস্তফিজুর রহমান।
আমরা বাঙ্গালির শিল্পী জয়ন্তী বড়ুয়া, সুদীপ্ত বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া, মিলি বড়ুয়া ও বনানী চৌধুরীর দেশের গানের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
বিগত বইমেলায় বিশেষ অবদানের জন্য বিসিসিডিআই / বাংলা স্কুল/ ও বর্ণমালা শিক্ষাঙ্গনদ্বয়কে বিশেষ স্বীকৃতি স্বরূপ প্রশংসা পত্র প্রদান করা হয়। প্রদান করেন আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের সভাপতি জীবক কুমার বড়ুয়ার নেতৃত্বে সকল ব্যবস্থাপক বৃন্দ।
ডিসি বইমেলার প্রধান পৃষ্ঠপোষক, অত্র এলাকার বরন্য বর্ষীয়ান গীত পিয়াসী সমাজ সেবক মজহারুল হক কে প্লাটিনাম স্পন্সরশীপ সম্মাননা স্মারক ও আমরা বাঙালি পদকে ভূষিত করা হয়। পদকটি সম্মানিত মজহারুল হকের হাতে তুলে দেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান, আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ডিসি বইমেলা ২০১৮ ও ডিসি বইমেলা ২০১৯ শের প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার। তিনি তাঁকে সম্মান সূচক উত্তরীয় ও পরিয়ে দেন। সম্মাননা স্মারক প্রদান করেন আমরা বাঙ্গালি ফাউন্ডেশনের সভাপতি জীবক কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বইমেলার প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মজহারুল হক। তিনি আগামী ডিসিবইমেলা ২০১৯ কে সফল করতে আয়োজকদের পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
ডিসি বইমেলা ২০১৮ এর গোল্ডেন স্পশরশীপ সম্মাননা স্মারক ও পদক এবারে পেলেন বৃহত্তর ওয়াশিংটন ডিসির সফল ব্যবসায়ী দম্পতী সকলের প্রিয়ভাজন ও উদার সমাজ কর্মীদ্বয় পারভিন পাটোয়ারী ও কবির পাটোয়ারী।
সিলভার স্পন্সরশীপ সম্মাননা স্মারক প্রধান করা হয় যথাক্রমে , প্রখ্যাত দন্ত চিকিৎসক দম্পতী ডঃ আজমল খান ও নওশীন আলী, সুফিয়া ইন্সটিটিউট অফ সাইনস এন্ড টেকনোলোজি এর প্রধান জাকির হোসেন ও রিয়েল্টর তৌফিক মতিন কে।
ব্রোঞ্জ স্পন্সরশীপ সম্মাননা প্রদান করা হয় যথাক্রমে ডঃ নজরুল ইসলাম, ঝর্ণা মাহমুদ, ফাহমিদা হোসেন ও আখতার হোসেন, সামসুন চৌধুরী ও আবু রুমী, মোহাম্মদ উল্লাহ আমান, জহিরুদ্দিন বাবর, ডাটা এন্ড টেক এর প্রধান শিরীন আখতার, আজাইল ওয়ান টেক এর প্রধান জাহিদ হুসিন, এ এস আর এস এর মোঃ সালাউদ্দিন ইয়াহিয়া ও ই এন্ড আর সলিউশানের প্রধান কাজী টি ইসলাম কে।
মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা লাভ করেন মুক্তিযোদ্ধা জনাব আবুল মনসুর ও মোঃ হারুন রশিদ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুলেন-এ বিশেষ অবদানের জন্য এড সাইফুল ইসলামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালন করেছেন বাংলা স্কুলের সভাপতি আতিয়া মাহজাবিন নিতু, সঞ্চালন সহায়তায় ছিলেন আমরা বাঙালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর।
ইসরাত সুলতানা মিতু এর পরিচালনায় ছানাপোনার জটলা ও অদিতি সাদিয়া রহমানের পরিচালনায় হযবরল এর বিগত বইমেলায় বিশেষ পরিবেশনা করে সম্মান পত্র কুঁড়িয়ে নেন।
ছড়াকার সন্তোষ বড়ুয়া , নুপুর বড়ুয়া ও লাকি বড়ুয়া ছড়ায় গড়া ইতিহাস এর বিগত বইমেলায় বিশেষ পরিবেশনা সম্মান পত্র লাভ করেন।
ছড়াকার সন্তোষ বড়ুয়া , নুপুর বড়ুয়া ও লাকি বড়ুয়া ছড়ায় গড়া ইতিহাস এর বিগত বইমেলায় বিশেষ পরিবেশনা সম্মান পত্র লাভ করেন।
অনুষ্ঠানের শেষান্তে সঙ্গীত পরিবেশন করেন আমরা বাঙালি ফাউন্ডেশনের দিনার মনির ও কণ্ঠশিল্পী অনুপ বড়ুয়া। তবলায় সঙ্গত করেন মীর নাকিবুল ইসলাম এবং মন্দিরায় ছিলেন জয়দত্ত বড়ুয়া।
উল্লেখ্য আগামী ২৯ জুন ২০১৯ খ্রিস্টাব্দে মেট্রো ওয়াশিংটন এ বইমেলার সম্ভাব্য তারিখ ঘোষণা করেন দস্তগীর জাহাঙ্গীর।
রাতের খাবার পরেবেশন করা হয় গান মুগ্ধশ্রোতা মণ্ডলীর হাতে হাতে যাতে করে গানের অনুষ্ঠানের কোন ব্যত্যয় না ঘটে।