মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল আউয়াল কয়েস।
কফিল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি: সুবোধ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক আলমগীর আলম, উম্ম আল কোয়াইন আওয়ামীলীগের সধারন সম্পাদক এহছানুল হক চৌধুরী, বাবু দুলাল, বাবুল শীল, উম্ম আল কোয়াইন যুবলীগের আহবায়ক বদরুল আলম, উম্ম আল কোয়াইন যুবলীগের যুগ্ম আহবায়ক মো: ওমর ফারুক ও এন.এস.এম ফয়েজ উল্যাহ সহ অনেকে। শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্ট সহ বাংলাদেশের সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।