মোহাম্মদ মোরশেদ, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযু্ক্ত আরব আমিরাতে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে শ্রীমৎস্বামী তপনানন্দ গিরি মহারাজের শুভ আগমন উপলক্ষে এক মহতী ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিন্টু শিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজল কান্তি রায়। প্রধান অতিথি ছিলেন ঋষি জগদীশ্বরানন্দ পুরী প্রতিষ্ঠাতা মরুতীর্থ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ রুপকানন্দ ব্রক্ষ্মচারী, আল-আইন লোকনাথ মন্দির ও দুবাই জয় শ্রী কৃষ্ন মন্দির এর ভক্ত বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদল রায়, সঞ্জিত সর্মা, তপন শীল, পলাশ সর্মা, বিকাশ, শিতল বাবু, তিলক শীল, পরিমল, সঞ্জয়, কাজল শীল। অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত সনাতন ধর্মের বহু ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।