প্রবাস মেলা ডেস্ক: বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন একুশে ফেব্রুয়ারি। প্রতিবছর এই দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে, যা মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছে।
এবারের বিশেষ আয়োজনের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২১শে ফেব্রুয়ারি প্রভাতফেরির কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একুশের কবিতা পাঠ করে মাতৃভাষার প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন দেশবরেণ্য আবৃত্তিকার সীমা ইসলাম, দেওয়ান সাইদুল হাসান, মেহেদী হাসান, রশিদ সাগর, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. নাজমা বেগম নাজু, সোহেল রশিদ এবং মামুন ইমতিয়াজ।
অংশগ্রহণকারীরা তাঁদের আবৃত্তির মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব, শহীদদের আত্মত্যাগ এবং বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন।
প্রভাতফেরির আবৃত্তি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জনাব তারেকুজ্জামান।