প্রবাস মেলা ডেস্ক: ২০১৮ ও ২০১৯ অর্থবছরে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এনআরবি সিআইপি নির্বাচিত হয়েছেন ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এস এম জসিম উদ্দিন। প্রথমবারের মত তিনি সম্মানজনক এ পদক অর্জন করেন। ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এনআরবি সিআইপি দের হাতে রাষ্ট্রীয় সিআইপি পদক ও সিআইপি সনদ হাতে তুলে দেন অতিথিরা। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদের হাত থেকে সিআইপি পদক ও সনদ গ্রহণ করেন সিআইপি এস এম জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)। সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মনিরুছ সালেহিন।
একজন কৃতি প্রবাসী হিসেবে জসিম উদ্দিন ওমানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যেখানে অনেক প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তার প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফরিদ আল হাজরি ট্রেডিং এল এল সি, মুহাম্মদ জসিম ফার্নিসিং এল এল সি, আল-ইবদা আল-স্টুরি ট্রেডিং এল এল সি। এছাড়া তিনি স্টান্ডার্ট কার্পেটস ফ্যাক্টরি ও প্রেসটিজ কার্পেটস ফ্যাক্টরি নামে ২ টি সোল এজেন্সি পরিচালনা করছেন।
ওমানে বসবাসরত ৭ লক্ষ বাঙ্গালির মধ্যে জসিম উদ্দিনই একমাত্র ব্যবসায়ী যিনি বাইরের দেশ থেকে কার্পেট আমদানি করেন। প্রথমবারের মতো সিআইপি হওয়া প্রসঙ্গে এস এম জসিম উদ্দিন বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সনদ ও পদক পেয়ে নিজেকে অনেক গর্বিত ও ধন্য মনে করছি। ভবিষ্যতে দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ কাজ করার জন্য মহান আল্লাহর রহমত এবং বন্ধু, শুভাকাঙ্খীদের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, এস এম জসিম উদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সৈয়দ মতিউল্লাহ মিয়াজীর বাড়ির হাজ্বী সৈয়দ আবদুল হাকিমের পুত্র। ১৯৯৪ সাল থেকে দীর্ঘ ২৮ বছর যাবত তিনি মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানে ব্যবসা করছেন। তার মেয়ে সৈয়দা হেয়াম ওমানের বৃটিশ স্কুলের হেড গার্ল এবং ওমানের প্রথম নারী ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন।