প্রেস বিজ্ঞপ্তি: বহুল প্রত্যাশিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঘোষিত যশোর আইটি পার্কে নির্মিত ‘যশোর আইটি পার্ক হোটেল’র ওপেন হাউজ অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার বিকেল ৫টায়। এ উপলক্ষ্যে আয়োজক কর্তৃপক্ষ ২ দিনব্যাপী মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। উক্ত ওপেন হাউজ অনুষ্ঠানে উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য সুধীজন উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, যশোর আইটি পার্ক হোটেলের অপারেশনের দায়িত্ব পালন করছে পর্যটন শিল্পে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান খান প্রপার্টিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সিইও মাসুদুর খান এবং বাংলাদেশের টেকসিটি বাংলাদেশ লিমিটেড। মাসদুর খান পর্যটন শিল্পের হোটেল-রিসোর্ট অপারেশনে একজন দক্ষ এবং দুরদর্শী উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। এ হোটেলটির মাধ্যমে বিশ্বমানের সার্ভিস দিয়ে ভারত এবং বাংলাদেশের অন্যান্য পাশ্ববর্তী দেশগুলোসহ বিশ্বের অন্যান্য দেশের পর্যটকদের কাছে যশোর তথা বাংলাদেশকে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।