মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে রিয়াদে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেড ইন সৌদি ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ১৫ থেকে ১৭ ডিসেম্বর রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদি শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বান্দার আল-খোরাইফ।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, ‘মেড ইন সৌদি’ কর্মসূচি সৌদি শিল্পখাতের একটি জাতীয় সাফল্যে পরিণত হয়েছে। বর্তমানে সৌদি-নির্মিত পণ্য বিশ্বের ১৮০টি দেশে রপ্তানি হচ্ছে। তিনি আরও জানান, ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালে চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে সৌদি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রদর্শনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিল্ক ইউনাইটেড (দ্য এক্সপোর্ট হাউস) এবং বাংলাদেশি মালিকানাধীন ডিউনডেল্টা ট্রেডিং অ্যান্ড মার্কেটিং-এর মধ্যে একটি বাণিজ্যিক প্রতিনিধিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিল্ক ইউনাইটেডের সিইও মুসায়াদ বিন মনসুর আল-হালওয়ান এবং ডিউনডেল্টা ট্রেডিং অ্যান্ড মার্কেটিং-এর সিইও বাকি বিল্লাহ আল মাদানী।
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে বাকি বিল্লাহ আল মাদানী বলেন, এই অংশীদারিত্ব সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে নিরাপদ ও সরাসরি বাণিজ্যিক সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে আমদানিকারকদের জন্য ‘ওয়ান-স্টপ শপ’ সুবিধা নিশ্চিত হবে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমানসহ প্রবাসী ব্যবসায়ী ও সৌদি বাণিজ্য প্রতিনিধিরা।
আয়োজকদের মতে, মেড ইন সৌদি ২০২৫ এমন একটি আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সৌদি আরবের শিল্পখাতের উচ্চাকাঙ্ক্ষা ও ভিশন ২০৩০-এর কৌশল বাস্তব ব্যবসায়িক প্রতিযোগিতার শক্তিতে রূপ নিয়েছে। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই সার্বভৌম বাজারে সৌদি-নির্মিত পণ্যের বৈচিত্র্য, চতুর্থ শিল্পবিপ্লবভিত্তিক উদ্ভাবন এবং শক্তিশালী রাষ্ট্রীয় রপ্তানি সক্ষমতা বিশ্ববাজারের সামনে তুলে ধরা হয়েছে।