জেনিফা জামান:
শব্দের পরে শব্দ সাজাই
তুই বলিস কোলাহল,
বাঁজাই বাঁশি তোরই নামে
তোর সুরেতেই চলাচল।।
তোর চোখেতে চোখ রাখি,
তুই বলিস বায়না।
মনের পরে মন সাজাই
করি তোকে আয়না।।
শীতেও বুকে দারুণ খরা
তোর নামে নিরন্তর,
গ্রীষ্মের খরা তুচ্ছ বড়
যখন পোড়ে অন্তর।।
তোর বিহনে কলজে পোড়ে
করতে পারস ঠাহর,
ভাব দেখাইতে পটু থাকস
নিসনা কেনো খবর?
তোর মুখেতে অভিমান
আমার চোখে জল,
অদৃশ্য এক মায়াবন্ধন
নয়তো এটা ছল।।