প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের অন্যতম সদস্য, লোক নাট্য দলের সাবেক অধিকর্তা, বিশিষ্ট নাট্যজন ম. আব্দুর রহিম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ এপ্রিল ২০২৪, শনিবার রাত সাড়ে ৮টায় তিনি ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ম. আব্দুর রহিমের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন লোকনাট্য দল এর নতুন-পুরাতন সকল সদস্যবৃন্দ। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে লোকনাট্য দল দোয়া চেয়েছেন।
ব্যক্তিগত জীবনে ম. আব্দুর রহিম খ্যাতিমান কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে দেশের বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে উর্ধ্বতন পদে সাফল্যের সাথে চাকরি করেছেন। ইসলাম গ্রুপ, লাফার্জ সুরমা সিমেন্ট সহ আরও অনেক বড় বড় কোম্পানিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
লোক নাট্যদল (টিএসসি) এর অধিকর্তা-বিশিষ্ট নাট্যকার শামীম আহসান নাট্যজন ম. আব্দুর রহিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং টিভি উপস্থাপক-আবৃত্তিকার ও প্রবাস মেলা পত্রিকা’র সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ নাট্যজন ম. আব্দুর রহিম এর মৃত্যুতে অকৃত্রিম শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন।