প্রবাস মেলা ডেস্ক: সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)-এর যৌথ উদ্যোগে নীলফামারীর ডোমারে আয়োজিত হলো একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
মঙ্গলবার (২০ মে) ডোমার উপজেলার জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে ১,০০০-এরও বেশি রোগী চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পে সেবাদান করেন সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা।
চিকিৎসা ক্যাম্পে সেবা গ্রহণকারীদের মধ্যে ১৭৫ জন ছানি রোগী এবং ৬০০ জন চশমার উপযোগী রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৫৫০ জন রোগীকে তাৎক্ষণিকভাবে চশমা প্রদান করা হয় এবং বাকি রোগীদের আগামী ২৮ মে ডোমার ভিশন সেন্টার থেকে চশমা বিতরণ করা হবে। এ ছাড়া ৬৫০ জন রোগীকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের আগামী ২০ ও ২৩ মে মরিয়ম চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নীলফামারী-১ আসনের জনপ্রিয় রাজনীতিক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। ডোমার-ডিমলা অঞ্চলের কোনো মানুষ যেন অর্থাভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন। আমি অঙ্গীকার করছি, এই অঞ্চলের একজন মানুষও বিনা চিকিৎসায় অন্ধ হবেন না। শীঘ্রই এই এলাকাকে ‘অন্ধত্বমুক্ত’ হিসেবে ঘোষণা করতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. রেয়াজুল ইসলাম কালু এবং সাধারণ সম্পাদক জনাব মো. আখতারুজ্জামান সুমন। তারা ক্যাম্পের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আরএসসি ও ডিসিআই-এর এই মহতী উদ্যোগ এলাকাবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
চক্ষু ক্যাম্পে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজনটিকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন।