প্রবাস মেলা ডেস্ক: ঢাকায় পলিত হলো গুগল লোকাল গাইডস বাংলা কমিউনিটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) রাজধানীর পল্লবীর প্রিন্স কিচেনে মিলত হয়েছিলেন স্থানীয় ৩০ জন গুগল গাইড। দিনব্যাপী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুগল লোকাল গাইডের কানেক্ট এর সাবেক মডারেটর ও ইয়ুথ হাব ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুমাইয়া জাফরিন চৌধুরী।
লোকাল গাইডস বাংলার সহ-প্রতিষ্ঠাতা ও কানেক্ট মডারেটর মো: শফিউল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকাল গাইডস বাংলা টিমের শাহ মোঃ সুলতান, আব্দুল্লাহ আল নাইম, সুলেয়মান, মেহেদি মজুমদার, কাজী আব্দুল্লাহ আল মামুন, পারভিন আক্তার ময়ন এবং কোর টিমের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে গুগল লোকাল গাইডস প্রোগ্রামের কার্যক্রম, প্লেস সংযুক্তি, এডিটিংয়ের প্রক্রিয়া এবং লোকাল গাইডস কানেক্ট ফোরামের নতুন ফিচারগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়। বিশেষভাবে মানসম্পন্ন এবং স্প্যামমুক্ত কন্ট্রিবিউশনের গুরুত্ব তুলে ধরা হয়। গুগল ম্যাপের দৈনন্দিন প্রয়োজনীয়তা এবং কার্যকর লোকাল গাইডিংয়ের মাধ্যমে তথ্যনির্ভর একটি সঠিক ম্যাপ তৈরির গুরুত্ব তুলে ধরেন মো: শফিউল বাশার।
এসময় জানানো হয়, আগামী ২৪-২৫ জুলাই জাপানে আয়োজিত লোকাল গাইডস কানেক্ট লাইভ ২০২৫-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রিতদের শুভেচ্ছা জানান সুমাইয়া জাফরিন চৌধুরী। তিনি জানান, এই সামিটে লোকাল গাইডস বাংলা থেকে ৫ জন আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতরা হলেন পাভেল সারওয়ার, সুমাইয়া জাফরিন চৌধুরী, মো: শফিউল বাশার, শাহ মোঃ সুলতান ও শাকিল আখতার খান।
এবারের কানেক্ট লাইভ-এ ১৯টি দেশ থেকে প্রায় ৫০ জন অভিজ্ঞ ম্যাপ কন্ট্রিবিউটর ও গুগল কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে ইয়ুথ হাব ফাউন্ডেশন, একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ, মালয়েশিয়া সহ ছয়টি দেশে কাজ করছে। প্রতিষ্ঠানটি গুণগত শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, গার্লস ইন আইসিটি, এবং সামাজিক উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে কাজ করছে।