সম্পাদকীয়:
১. তথ্যপ্রযুক্তিতে দক্ষ কর্মীদের সম্ভাবনার নতুন দুয়ার জাপান। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে দেশের তরুণ-তরুণীদের চাকরি নিয়ে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রোগ্রাম। যাদের আইসিটিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি আছে, তারা এ প্রশিক্ষণ নিয়ে বিনা খরচে জাপান যেতে পারেন। বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রামের (বি-জেট) অধীন প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী চাকরি নিয়ে জাপান যাচ্ছেন। নতুন বছরে এই প্রোগ্রামের অধীন শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে তথ্যপ্রযুক্তিতে পাশ করা স্নাতক ডিগ্রীধারীদের জন্য সুখবর।
২. বিসিসি সুত্রে জানা গেছে অষ্টম ব্যাচ পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে ১৮৬ তরুণ-তরুণী চাকরি নিয়ে জাপানে আছেন। শতাংশ হিসেবে যা ৭০। যাঁরা জাপানে যাননি, তাঁরা বাংলাদেশে বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করছেন। প্রশিক্ষণে জাপানের কর্পোরেট কালচার ভালোভাবে শেখানো হয়, তাই জাপান যাওয়ার আগেই জাপানে কাজের পরিবেশ সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। প্রশিক্ষণ শেষে জাপানি ভাষায় যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয় থেকে সনদ দেওয়া হবে।
৩. উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে ২০১৭ সালে বি-জেট চালু করে। ‘জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রকল্প’– এর অধীন এই প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রোগ্রামের অষ্টম ব্যাচ পর্যন্ত অর্থায়ন করেছে জাইকা। বর্তমানে অর্থায়ন করছে জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। নবম ও দশম ব্যাচ থেকে এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। পুরো প্রোগ্রাম তত্ত্বাবধান করছে বিসিসি। তাই এ ব্যাপারে কোন মধ্যস্বত্বভোগী বা প্রতারক চক্রের মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ না হয়ে প্রার্থী নিজেই বিসিসি’র সাথে যোগাযোগ করে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জেনে নিতে পারেন।
৪. গত ১৫ জানুয়ারি ২০২২ পাক্ষিক প্রবাস মেলা ৮ম বর্ষে পদার্পণ করলো। দীর্ঘ এ যাত্রায় প্রবাস মেলা’র সাথে একাত্ম হয়ে জড়িয়ে ছিলেন এর পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং এর প্রাণাধিক দেশি বিদেশি সব স্বজনেরা। এর রিপোর্টার, কলাকুশলী ও সকল বিদেশ প্রতিনিধিরাও তো রয়েছেনই। প্রবাস মেলা সকলের কাছে কৃতজ্ঞ। আগামীতেও প্রবাস মেলা আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসা নিয়ে পথ চলবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।