প্রবাস মেলা ডেস্ক: গতবছরের সফল আয়োজনের পর এবার ঢাকার হোটেল রেডিসনে আগামী ২৩ ও ২৪ আগস্ট এবং সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে ঢাকাই জামদানী, রাজশাহী সিল্ক ও মসলিনের মত দেশীয় কাপড়ের পাশাপাশি শাখের হাড়ি এবং অন্যান্য ঐতিহ্যবাহী কারুশিল্পও থাকবে। বাংলাদেশের বেশিরভাগ এলাকার আঞ্চলিক পণ্য আমরা এক ছাদের নিচে নিয়ে আসবো যাতে ঢাকাই পনির, বাকরখানি ও পিঠার মতো খাদ্যসামগ্রীও থাকবে। এবছর কারুশিল্পের পাশাপাশি আমরা বাংলাদেশের ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট সবকিছু অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব হোসেন তৌফিক ইমাম এবং সম্মানিত মন্ত্রী, মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, সম্মানিত অতিথি জনাব কাজী নাবিল আহমেদ এমপি, বিশেষ অতিথি ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ ই ত্রান ভান খোয়া ।
দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে থাকবেন থাইল্যান্ড এর রাষ্ট্রদূত এইচ ই আরুনরুং ফটং হুমফ্রেস, সমান্নিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজিএমই এর সভাপতি মিস রুবানা হক ।
অনুষ্ঠানটি আয়োজন করেছে টিএস ইভেন্টস এবং মিডিয়া ও কমিউনিকেশন পার্টনার হিসেবে থাকছে দি পেজেস এবং thepages.com.bd । (প্রেস রিলিজ)