প্রবাস মেলা ডেস্ক: ২২ জুন শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় সুইজাল্যান্ডের জেনেভায় বাংলাদেশ ক্লাবের ঈদ পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ক্লাব, জেনেভা সুইজারল্যান্ডের সভাপতি আমজাদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানিয়েছেন, শনিবার centre paroissial protestant serviette avenue wendt 55 (1203 – Geneve) তে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এ ঈদ পুনর্মিলনীকে সফল করতে সবাইকে স্বপরিবারে উপস্থিত থাকার থাকার জন্য বাংলাদেশ ক্লাব, জেনেভা’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। (প্রেস রিলিজ)