মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৩ মে ২০২২ রাতে সৌদি আরব প্রান রিয়াদ জোনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে রিয়াদে কর্মরত প্রানের কর্মকর্তা-কর্মচারীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে আলোচনা, প্রিতি ফুটবল ম্যাচ, কেরাম প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও সবশেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন রিয়াদ প্রান জোনের বিজনেস হেড মো: আওলাদ হোসেন, সিনিয়র সুপার বাইজার আলী মুর্তজা, মার্কেটিং সুপার বাইজার আবু বকর সিদ্দিক কোডিনেটর আওলাদ হোসেন, সুপার বাইজার কে এম সেলিম শাহ সহ রিয়াদ প্রান জোনের কর্মকর্তা -কর্মচারী প্রমুখ।
সবশেষে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা প্রবাসী ভাবনা বইটি শুভেচ্ছা উপহার হিসেবে অতিথিদের হাতে তুলে দেয়া হয়।