মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের আল জুবাইল শহরে প্রবাসী এক বাংলাদেশি খুন হয়েছে।
প্রবাসী এস,কে মান্নান সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে লেমুজিন কোম্পানির গাড়ির চালক হিসাবে কাজ করছেন। গত ২৯ জানুয়ারি আল জুবাইল শহর থেকে ভাড়া নিয়ে গেলে আর ফিরে আসেনি, পরে আল জুবাইল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে হাদিকা নামকস্থানে কে বা কাহারা আনোয়ার কে গাড়ির ভিতরে গলা কেটে হত্যা করে রেখে যায়, তা কেউ বলতে পারছেনা।
স্থানীয় প্রশাসন আনোয়ারের হত্যাকারীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি ।