মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুণ্ড, চট্টগ্রাম: ২৯ জুন শনিবার ২০১৯ সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ঘোড়া মারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সোনাইছড়ি) সীতাকুণ্ডে ৬টি ক্লাবের উদ্যোগে দিনবর চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
ক্লাবগুলো হল: লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, লায়ন্স ক্লাব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সি।
দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা, ডায়াবেটিক এন্ড ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের মাননীয় জেলা গভর্ণর ইলেক্ট্ লায়ন কামরুন মালেক এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ্ব আ ম ম দিলশাদ।
চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী ৩০০ জন রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা – ৫০ জন রুগীর বিনামূল্যে অপারেশন, চশমা, ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন তারা যথাক্রমেঃ কেবিনেট সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, জয়েন ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী, রিজিওনাল চেয়ারপার্সন আবদুল আজিজ, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবের সভাপতি আলহাজ্ব নুরুল আফছার, সহ-সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, অগ্রণী সভাপতি ইলেক্ট্ নেছার আহমদ, লিবার্টি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, ইম্পেরিয়াল সিটির সভাপতি লায়ন আসিফ উদ্দিন ভূঁইয়া, সভাপতি ইলেক্ট্ লায়ন মোস্তফা কামাল ভূঁইয়া জুয়েল, সীতাকুণ্ড ক্লাবের মেম্বারশীপ চেয়ারম্যান ও লিও ক্লাব এডভাইজর লায়ন নাছির উদ্দিন মানিক, সেক্রেটারী লায়ন আলহাজ্ব বেলাল হোসেন, সেক্রেটারী ইলেক্ট লায়ন কামাল উদ্দিন ভূঁইয়া, ইম্পেরিয়াল সিটির সেক্রেটারী ইলেক্ট্ আবদুল মতিন, সীতাকুণ্ড ক্লাবের সহ- সভাপতি লায়ন অধ্যাপক রণজিত সাহা, জয়েন সেক্রেটারী লায়ন আবুল হাসনাত, লায়ন মনোয়রুল হক এফসিএ, ইম্পেরিয়াল সিটির জয়েন সেক্রেটারী লায়ন তারিকুল আলম, ট্রেজারার ইলেক্ট্ লায়ন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, লায়ন আবু রায়হান, সীতাকুণ্ড ক্লাবের ট্রেজারার ইলেক্ট্ লায়ন আলহাজ্ব ইঞ্জিঃ কামরুদ্দ্যজা, টেমার লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, মেম্বার লায়ন আলহাজ্ব জিয়া উদ্দিন বাবলু, লিও ক্লাব সভাপতি ইলেক্ট্ লিও নূর খাঁন, ইম্পেরিয়াল সিটি লিও ক্লাব সভাপতি ইলেক্ট্ মহিউদ্দিন সিরাজ, সহ সভাপতি ইলেক্ট আহমেদ উল্লাহ পাপন, ট্রেজারার আশিক উদ্দিন, লিও লিবার্টি সিনিয়র সহ সভাপতি লিও জিল্লুর রহমান শিবলী, সহ লিও সাদেক, সীতাকুণ্ড লিও ক্লাব সদ্য সাবেক সভাপতি ও জোন পরিচালক লিও আরাফাত ইলাহী, সভাপতি লিও নুরুজ্জামান খাঁন রাশেদ, সভাপতি ইলেক্ট্ লিও নূর খাঁন, সেক্রেটারী ইলেক্ট্ জামিল আল ফয়সাল, লিও হামিদ হোসাইন মাহমুদ, লিও ইশতিয়াক বিন ইমাম, লিও ফোরকান উদ্দিন তৌহিদ, লিও নাঈম আহমেদ কফিল, লিও হাসানুল বান্না, লিও মনিরুল করিম, লিও আলী আকবর, লিও আইনুল করিম ফিরোজ, লিও শহিদুল ইসলাম, লিও শাহানা আক্তার প্রমুখ।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে লায়ন্স ক্লাব অব চিটাগাং এর সকল প্রতিষ্ঠানগুলো আত্নমানবতার সেবায় অবিরাম সহযোগীতা দিয়ে আসছেন সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারণকে। যা ইতিমধ্যে তাদের শ্রেষ্ঠত্বের সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে পারে অভিমত প্রকাশ করেছেন স্থানীয়গণ।