আনোয়ারুল ইসলাম রনি: দক্ষিণ কোরিয়াতে চলছে গ্রীষ্মকালীন ছুটি। সেই ছুটিতে কোরিয়া প্রবাসী বাংলাদেশীদেরও চলছে ঈদ আনন্দ । সবাই সাগর মহাসাগরে ঘেরা উপদ্বীপীয় এই রাষ্ট্রের অসংখ্য সমুদ্র সৈকতের দিকে শীতলের ছোঁয়া নিতে ভীর জমাচ্ছে। এসব ভ্রমন দলীয় হলে মজাটা হয় আরো বেশি। তাই বিভিন্ন বড় বড় কমিউনিটির পাশাপাশি আঞ্চলিক কমিউনিটিগুলোও বনভোজন তথা মিলনমেলার আয়োজন করছে প্রতিনিয়ত ।
এরই ধারাবাহিকতায় সিলেট কমিউনিটি ইন কোরিয়াও আয়োজন করে এক সমুদ্র ভ্রমণের। দঃ কোরিয়ার বাঙ্গালি অধ্যুষিত শহর ইয়াংজুর খাপ্পাই থেকে যাত্রা শুরু হয় যার গন্তব্য স্থল ছিল খাংউনদো প্রদেশ। প্রবাসী জীবন মানেই এক যান্ত্রিক জীবন, এ যান্ত্রিক জীবনে শত কষ্টের মধ্যেও একটু আনন্দে কাটানোই ছিল এই ভ্রমণের মুখ্য উদ্দেশ্য।
কোরআন তেলাওয়াত,গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান পর্বের শুরু হয়। অনুষ্ঠানসূচি এর মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, ফুটবল খেলা ও এবং সমুদ্র স্নান। সকলেই আনন্দ উল্লাস ও অনেক ধরনের খেলায় মেতে উঠে এক উৎসবমুখর দিন পার করে সবাই। সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কনিকা আক্তার মিতু এবং রুহুল আমিন, গজল প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অধিকার করেন সাদ উদ্দিন।
পরিশেষে সিলেট কমিউনিটি ইন কোরিয়া ২০১৯-২০২০ এর কমিটি ঘোষণা করে। কমিটির সভাপতি নির্বাচিত হন মীর সজল। সাধারণ সম্পাদক হিসেবে রতন দে ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শাফিউল মৌলা রাজু নির্বাচিত হোন । মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন সিলেট কমিউনিটি ইন কোরিয়ার উপদেষ্টা গিরিজা প্রসাদ ভট্টাচার্য। এই আয়োজন এর সমাপনী বক্তব্য রাখেন সিলেট কমিউনিটি ইন কোরিয়া প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন।