আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ২০ অক্টোবর, রবিবার সন্ধ্যায় সিডনির স্থানীয় রেডরোজ রেস্টুরেন্টে মাইলস্ ব্যান্ডের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। নৈশভোজের আয়োজক ছিল সিডনি গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। ‘গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট’ একটি সাংস্কৃতিক সংগঠন।
১৯ শনিবার অক্টোবর, সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটার হলে এক জমকালো মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়। আর সংগীতসন্ধ্যার পরবর্তী আনন্দঘন নৈশভোজের আয়োজন করেন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের প্রধান কর্মকর্তা এনামুল হক, ফয়সাল আজাদ ও মিরাজ হোসেন।
মাইলস্ বাংলাদেশে একটি জনপ্রিয় ব্যান্ড। মাইলস্ ব্যান্ড ও শায়ান চৌধুরী অর্ণব সুরের মূর্ছনায় মুখরিত করেছিলেন সিডনিবাসীদের। আড্ডা, আলোচনা, ছবি তোলা, মাইলস্ ব্যান্ডের ইতিকথা শিল্পীদের মুখ থেকে শুনা ও কেক কাটা দিয়ে সাজানো ছিল নৈশভোজ অনুষ্ঠান। সর্বশেষে কেক কেটে মাইলস্ ব্যান্ডের ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়।