আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি : সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে বিশিষ্ট সংগঠক এবং কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল ফারুক হান্নানের হাতে প্রবাস মেলা’র সৌজন্য সংখ্যা তুলে দেন পত্রিকার অস্ট্রেলিয়ার সিডনি প্রতিনিধি মো: আবুল কালাম আজাদ খোকন।
ইঞ্জিনিয়ার আব্দুল ফারুক হান্নান ল্যাকান্বা বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, স্বাধীনতা ও বিজয় দিবস মেলার প্রধান আয়োজক, কমিউনিটি রিলেশনশীপ কমিশন এন,এস,ডব্লিউ, এবং বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। এ
সম্প্রতি সিডনিতে ‘গুড মর্নিং বাংলাদেশ ল্যাকান্বা’ এর ‘বিগেষ্ট মর্নিং টি’ কর্মসূচির প্রধান আয়োজক তিনি। এই ইভেন্ট থেকে সকল সংগৃহীত টাকা নিউ সাউথ ওয়েলসের ক্যান্সার কাউন্সিলের (ক্যান্সার রিসোর্স ডেভেলপমেন্ট) জন্য সাহায্য করা হয়। ছাড়াও আব্দুল ফারুক হান্নান আরো বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
এসময় তিনি প্রবাস মেলা’র সকল কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং নিয়মিত প্রবাস মেলা’র প্রিন্ট কপি পড়ার আগ্রহ প্রকাশ করেন।