ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননের সাঈদা মহানগড় বিএনপিরিউদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাঈদা মহানগড় বিএনপির সভাপতি আলামিন আমীরের সভাপতিত্বে ও সম্মানীত সদস্য জাহাঙ্গীর হাসান সুমনের সভাপরিচালনায় প্রধান অতিথি ছিলেন লেবানন কেন্দ্রীয় বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন জাকির, প্রতিষ্ঠাতা সদস্য আমির হোসেন কলিম, সহ সভাপতি আমিনুল ইসলাম আইমান, উপদেষ্টা সদস্য মিজানুর রহমান সহ অনেকে।
বক্তব্য রাখেন ভিপি জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন, রইস উদ্দীন, হুমায়ুন আহমেদ, ইউসুফ চৌধুরী, রাসেল মিয়া সহ অনেকে।
সভায় ইফতার পূর্ব মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাজী নজরুল ইসলাম।
সভায় বেগম খালেদা জিয়া সহ সকল বিএনপির সকল বন্দী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।