ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে ফেসবুকে ফ্যাক আইডি ব্যবহার করে সাংবাদিক জসিম উদ্দীন সরকারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া কাহিনী বানিয়ে অপপ্রচারের প্রতিবাদ করেন লেবানন প্রবাসী সাংবাদিকবৃন্দ। লেবানন বাংলা প্রেসক্লাব এর উদ্যোগে আলোচনা সভায় সাংবাদি বৃন্দ এই প্রতিবাদ করেন। প্রতিবাদ সভায় ডিবিসি সাংবাদিক জসিম উদ্দীন সরকার বলেন, লেবাননে সাংবাদিকদের সংখ্যা কম হওয়ায় একটি অসাধু চক্র দল বেধেছে তারা ফ্যাক আইডি দিয়ে যা খুশি তাই লিখে দিলে মানুষ সাংবাদিকদের খারাপ ভাবতে শুরু করব আর তারা সাংবাদিকতা ছেড়ে দিয়ে ঘরে বসে যাবে! কারণ সাংবাদিকদের কারণে এরা সুবিধা করতে পারছেনা।
সাংবাদিক জসিম উদ্দীন সরকার তাদের সাবধান করে দিয়ে বলেন, লেবানন প্রবাসে আমরা সাংবাদিকদের সংখ্যা কম হতে পারি কিন্তু একটি কলমের জোর অনেক। তাই বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে কখনো পিছ পায় হব না। যত বাঁধাই আসুক সত্যকে ” সত্য” আর “মিথ্যাকে” মিথ্যা বলে প্রচার করে যাব। তিনি আরো বলেন, প্রবাসীদের অধীকার আদায়ে কাজ করছি, তাই কোন সুবিধাবাদিকে কোন ফায়দা লুটতে দেবনা। ফ্যাক আইডি দিয়ে যারা সাংবাদিক, দূতাবাস ও কমিউনিটির বিরুদ্ধে অপপ্রচার করবে তাদের বিরুদ্ধে লেবানন সরকার ও বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে মামলা করে তাদের চিহ্নিত করা হবে। তিনি সকল প্রবাসীদের যে কোন ধরনের বেআইনি কাজ করা থেকে বিরত থাকতে বলেন।
জেটিভি অলনাইন ও প্রবাসমেলার লেবানন প্রতিনিধি ওয়াসীম আকরাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। দেশ ও বিদেশে সাংবাদিকদের দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আর প্রবাসের মাটিতে এই পেশাটির দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের লেখা অনেকের পক্ষে- বিপক্ষে যেতেই পারে। প্রবাসে থেকে যদি কেউ অন্যায় করে অবশ্যই সাংবাদিকের লেখা অন্যায়ের পক্ষে যাবেনা। আর এই নিয়ে লেবাননের কিছু বিপথগামী প্রবাসী সাংবাদিকদের নিয়ে ফেসবুকের ফ্যাক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরণের অপপ্রচার থেকে তিনি সবাইকে বিরত থাকতে বলেন। এ সময় এশিয়ান টিভির লেবানন প্রতিনিধি, সাংবাদিক কবির সরকার(মনির), কিউ টিভির লেবানন প্রতিনিধি জুয়েল রানা, পল্লী টিভির লেবানন প্রতিনিধি জুবায়ের হোসেন, জনশক্তি ডটকমের লেবানন প্রতিনিধি মিলন খান সহ অন্যান্য ইলেকট্রনিক, অলনাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও এর প্রতিবাদ করেন। আলোচনা সভায় সিদ্ধান্ত অনুযায়ী এইসব ফ্যাক আইডি চালকদের সনাক্ত করতে দূতাবাসে স্বারকলিপি দেবে লেবানন বাংলা প্রেস।
সাংবাদিকতা একটি মহৎ পেশা। দেশ ও বিদেশে সাংবাদিকদের দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। আর প্রবাসের মাটিতে এই পেশাটির দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের লেখা অনেকের পক্ষে-বিপক্ষে যেতেই পারে। প্রবাসে থেকে যদি কেউ অন্যায় করে অবশ্যই সাংবাদিকের লেখা অন্যায়ের পক্ষে যাবেনা। আর এই নিয়ে লেবাননের কিছু বিপথগামী প্রবাসী সাংবাদিকদের নিয়ে ফেসবুকের ফ্যাক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরণের অপপ্রচার থেকে তিনি সবাইকে বিরত থাকতে বলেন। এ সময় এশিয়ান টিভির লেবানন প্রতিনিধি, সাংবাদিক কবির সরকার (মনির), কিউ টিভির লেবানন প্রতিনিধি জুয়েল রানা, পল্লী টিভির লেবানন প্রতিনিধি জুবায়ের হোসেন, জনশক্তি ডটকমের লেবানন প্রতিনিধি মিলন খানসহ অন্যান্য ইলেকট্রনিক, অলনাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও এর প্রতিবাদ করেন। আলোচনা সভায় সিদ্ধান্ত অনুযায়ী এই সব ফ্যাক আইডি চালকদের সনাক্ত করতে দূতাবাসে স্বারকলিপি দেবে লেবানন বাংলা প্রেসক্লাব।