ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: ২৭ জানুয়ারি ২০১৯ রোববার লেবাননের রাজধানী বৈরুতের পাশের এলাকা মাজরা টিসু শাখা কমিটি উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটি। সভাপতি সবুজ দেওয়ান সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ পলাশ’কে গঠন করে ৩১ সদস্য এ কমিটি গঠন করা হয়।

মাজরা টিসু শাখার নব-নির্বাচিত সভাপতি সবুজ দেওয়ানের সভাপতিত্বে এবং লেবানন আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সি।
পবিত্র কোরআন তেলাওয়াত ও আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে লেবানন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মোঃ রুবেল আহমেদ দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন।এছাড়া নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবী। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু তার বক্তব্যে বলেন দেশে যে উন্নয়ন তার ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ আলী, রুহুল আমিন, তাইজুল ইসলাম, মাসুদ খান, জামাল মিয়া। উপদেষ্টা জাকির আহমেদ। এছাড়া বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহসিন মৃধা, শেখ নুর আলম, শাকিল আহমেদ, পারভেজ, সাথী আক্তার, দীপু মাহমুদ, আকবর, লিটন রিংকু সহ আরো অনেক। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।