সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সনাতন বেঙ্গলি সোসাইটি অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি লস এঞ্জেলসের অদূরে সিটি অব বীরায় ভারত সেবাশ্রম সংঘে এই পূজা অনুষ্ঠিত হয়।
সকাল ১০:২২ মিনিটে পূজা আরম্ভ হয়ে অঞ্জলি অনুষ্ঠিত হয় দুপুর একটায়। চরম প্রতিকূল আবহাওয়া অগ্রাহ্য করে পূজায় অভাবনীয় ভক্ত সমাগম হয়। প্রায় সাড়ে তিনশ ভক্তের উপস্থিতি আয়োজকদের অনুপ্রাণীত করে। পূজায় পৌরহিত্য করেন প্রদীপ মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা। অঞ্জলি ও শিশুদের হাতে খড়ি শেষে প্রসাদ বিতরণ ও আগত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের পরিবেশিত নাচ, গান কবিতা আবৃত্তি সকলের ভালো লাগে। প্রবাসী শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন উপমা সাহা মজুমদার ও কৃষ্ণা পাল। তবলায় সংগত করেন তুলসী সাহা। পূজায় সকলের আগমন ও সর্বাত্মক সহযোগিতার জন্য সভাপতি বিদ্যুৎ দে ও সাধারণ সম্পাদক তুলসী সাহা সকলকে ধন্যবাদ জানান।