সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লস এন্জেলেস রাইটার এসোসিয়েশন ২২ জুলাই ২০১৮ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ একাডেমী অনুপমা রীয়া অডিটোরিয়মে লোকশিল্পী দুলাল ভৌমিকের সাথে গানের আড্ডার আয়োজন করে।
কাজী মাসরুরুল হুদার সঞ্চালনায় গানে ও কথায় গানেরই আড্ডায় প্রিয় বাউল ও লোকগীতির গান প্রেমিক প্রবাসী বাংলাদেশিদের সাথে দুলাল ভৌমিক বলেন, লোকগীত লোকসাহিত্যৰ একটা প্ৰধান অংগ৷ লোকগীত বলতে প্রাচীণ কালে অসমীয়া সমাজে প্রচলিত গানকে বোঝায়। অসমীয়া লোকগীতের বিশেষতঃ এই যে গানগুলোকে গান না বলে নাম বলা হয়। অসমীয়া লোকগীতের মধ্যে বিয়া নাম, আইনাম, গোঁসাইনাম, ভেকুলী বিয়ানাম (ব্যাঙের বিবাহ), ধাইনাম ইত্যাদি প্রধান।
অন্যান্য লোকগীতের মধ্যে ফুলকোঁয়র-মণিকোঁয়র গীত, নাহর গীত, বদন বরফুকন গীত, জিকির ও জারী, দেহবিচার গীত, টোকারী গীত, ঐনিতম, মহোহো গীত, জনা গাভরুর গীত, শান্তি বারমাহীর গীত, বনঘোষা, মণিরাম দেওয়াণের গীত, জয়মতী কুঁয়রীর গীত ইত্যাদি অন্যতম। দুলাল ভৌমিকের সাথে আলাপচারিতায় যোগ দেয় মোমিনুল হক বাচ্চু, শংকুআইচ, মিলন, সাজেদ চৌধুরী ম্যাককিলন, সৈয়দ এম হোসেন বাবু, জাহিদ হোসেন পিন্টু, মোবারক হোসেন বাবুল, রাজা প্রমুখ।