সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২০ এপ্রিল ২০১৯ শনিবার রাতে লিটল বাংলাদেশ সংলগ্ন সাইনটোলজি অডিটোরিয়মে শেষ হলো লিটল বাংলাদেশ (চতুর্থ বাংলায়) কবিতা উৎসব। প্রবাসে পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, নবান্ন উৎসবের মতো এখন কবিতা উৎসব আমাদের প্রবাসীদের বাঙালি জীবনে বিশেষ প্রভাব ফেলেছে।
এরই ধারাবাহিকতায় লস এঞ্জেলসে রাইটার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কবিতা উৎসবে ২০১৯ এ অংশ নেন বাংলাভাষার বরেণ্য কবি হাবীবুল্লাহ সিরাজী, লস এঞ্জেলসের সাজেদ চৌধুরী ম্যাকলিন, আব্দুল খালেক, শহিদ আলম, রিদা খান, সৈয়দ এম হোসেন বাবু, কাজী মশরুহুল হুদা, হাসিনা বানু, মারুফ খান প্রমুখ।
সাংস্কৃতিক সন্ধ্যায় মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী কাবেরী রহমান, সোনিয়া খুকু, আদনান খান, শহিদ আলম, ভারতের পন্ডিত গিরিশ চ্যাটার্জি।
রশনি আলম ও আশরাফ আহম্মেদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম অংশে সমসাময়িক কবি ও কবিতা নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। দ্বিতীয় পর্বে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লস এঞ্জেলস কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল বাবু প্রিয়কোষ সাহা প্রবাসী শিল্পী সাহিত্যিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।