আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি:.. ইতালির রোমে সামাজিক সংগঠন তুসকোলানা সমাজকল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবস ও পহেলা বৈশাখ পুনর্মিলনী উদযাপন করা হয়েছে। বুধবার বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে তুসকোলানা সমাজকল্যাণ সমিতির সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে রোমের একটি পার্কে দিনব্যাপী বৈশাখ ও মে দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান,আব্দুর রহমান, মোক্তার জামান, বাংকার সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রোমে অবস্থিত বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এসময় সভাপতি জাহিদ হাসান মহান মে দিবসে সকল শ্রমিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মে দিবস হল শ্রমিকদের মেহনতী মানুষের অধিকার আদায়ের দিন ,আসুন আমরা সবাই মিলে আমার ,আমাদের পাশে যে মেহনতী মানুষ আছে তাদের দিকে একটু সদয় দৃষ্টি দেই, একটু সহানুভূতি দেখাই । তারা আরও বলেন, আসুন সবাই মিলে ঠিক এই আনন্দমেলার মতোই আমরা সকল সংগঠন মিলে অতীতের সব ভেদাভেদ ভুলে সুন্দর একটি বাংলাদেশি কমিউনিটি গড়তে এগিয়ে আসি ।

জাহিদ হাসান তার বক্তব্যে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,সকলের উপস্থিতি অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করেছে।
অনুষ্ঠানে তুসকোলানা সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা জিয়াউল হক জিয়া, খন্দকার নাসির, সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারী, সহ সভাপতি মিয়া মোঃ মোনাফ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, প্রধান সমন্বয়কারী দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কর্নেল, ইতালি মহিলা সমাজকল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, সাধারণ সম্পাদক সৈয়দা রুনু, সহ-সভাপতি নার্গিস হাওলাদার, আঁখি সীমা কাওসার, নবজাগরণ নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক লিপি আক্তার, নারী সংস্থার সভাপতি মেরিন খান, রওশন আরা, তানিয়া হাসান, ঝুমানা হাসেম, বুবলি আক্তার, নীলিম নাথ, ইতি রহমান, ফারহানা নুপুর, নুসরাত কেয়া, ঝুমুর, লাকী সুলতানা বেগম প্রমুখ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বাংলাদেশি খাবারসহ বারবিকিউ ছিল খাবারের আয়োজনে অন্যতম। সাংস্কৃতিক অনুষ্ঠানের ছোট ছোট বাচ্চাদের বাংলা গানের সাথে নাচ এবং বাংলা গান ছিল উল্লেখ করার মতো । মনে হয়েছে রোমের ইতালির ঐ পার্কটি ছোট্ট এক টুকরো বাংলাদেশ ।