মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ২৫ আগস্ট রাতে রিয়াদ বাথা বাংলাদেশি বদর আসসামা মেডিকেল সেন্টারে প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বদর আসসামা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো: জামরুল ইসলামের সভাপতিত্বে – ডিএমডি মো: জাহাঙ্গীর অালম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বদর আসসামা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান মাওলানা মাঈন উদ্দিন, পরিচালক ডাক্তার মো: মোজাম্মেল, এডমিন মাওলানা সাহেদ আহমেদ, অডিট ইঞ্জিনিয়ার মো: আবু হেনা, অর্থ পরিচালক নুরুল হক, শাহিন আহমেদ, পরিচালক শেখ জামাল, রুস্তম খান সহ বদর আসসামা মেডিকেল সেন্টারের পরিচালক, শেয়ার হোল্ডার, শুভাকাংখী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বদর আসসামা মেডিকেল সেন্টারের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসের বুকে বাংলাদেশিদের ব্যাক্তিমালিকানাধীন কোন প্রতিষ্ঠান ছিল না, ভারতের লোকেরা হাসপাতাল, ব্যবসায়ী প্রতিষ্ঠান করেই প্রচার করতেন এটি বাংলাদেশি প্রতিষ্ঠান, আসলে তা ছিল মিথ্যা প্রচার, বাংলাদেশিদের অর্থ দিয়েই ভারতের লোকেরা আর্থিকভাবে সফল হয়েছে, দীর্ঘ বছর পরে হলেও প্রবাসের বুকে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় আজ আমরা বদর আসসামা মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করতে পেরেছি, যার মালিকানা থেকে শুরু করে পরিচালক সবাই বাংলাদেশি। প্রবাসের সকল বাংলাদেশি ভাইদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষেই আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। ১০-২০ বছর আগেও যদি এমন চিন্তা করা যেতো তাইলে আজ সৌদি আরবের সকল প্রদেশেই বাংলাদেশিদের মেডিকেল সেন্টার থাকতো। প্রবাসের মাটিতে বাংলাদেশিদের যত প্রতিষ্ঠান রয়েছে সকল প্রবাসী বাংলাদেশি ভাই মিলেই সহযোগিতা করতে হবে, মনে রাখতে হবে দশের লাঠি একের বোঝা। কোন প্রকার প্রতিহিংসা করে নয়, আমাদের সবাইকে ভালো কাজের প্রতিযোগিতা করেই এগিয়ে যেতে হবে।