মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার রাতে সৌদিআরব রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন ও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় বিজয় উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর রেজাউল করিম মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সফলতার সাথে যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, ঠিক তেমনিভাবে স্থানীয় জনগণের উন্নয়নে আগামীতে লাকসাম মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাজ করবেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের নেতা আবদুর রহমান চৌধুরী, সাহেদুল হক সাঈদ, আফসার হোসেন বোরহান, মোঃ শহিদুল ইসলাম, মেহেদি হাসান মুরাদ,ঈসা উল্লাহ, ইংলিশ স্কুলের চেয়ারম্যান ডক্টর শেখ মোঃ এহসান , বাংলা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, ইঞ্জিনিয়ার এ,টি এম জিয়া উদ্দিন, কৃষিবিদ শামীম আবেদিন, ইঞ্জিনিয়ার সবুর খান, রিয়াদ যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম মাতবর, নন্দলাল সরকার, আল খারিজ আওয়ামী লীগ নেতা মোসলে উদ্দিন মুন্না, সাইদ আলম, শহিদ মুন্সী, শুভ প্রমুখ।
বিজয় উৎসব অনুষ্ঠানে রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রিয়াদের স্থানীয় শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যদিয়ে বিজয় উৎসব এর সমাপ্তি ঘোষণা করা হয়।