রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: প্রেস উইংস এর একবছর উপলক্ষে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এর সভা প্রধানে – প্রেস উইংস এর প্রেস সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় কেক কেটে দিবসটি পালন করা হয়।
পরে মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এর হাতে সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা কবিতার বই ‘তোমার উত্তাপে হৃদয় কাপে’ শুভেচ্ছা উপহার হিসেবে লেখক নিজেই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলন দূতাবাসের উপমিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম, কাউন্সিলর প্রধান ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, ইকোনমিক কাউন্সিলর ডক্টর আবুল হাসান, ডিফেন্স এটাচি বিগ্রেডিয়ার জেনারেল শাহ আলম চোধুরী, শ্রম কাউন্সিলর সারোয়ার আলম,পাসপোর্ট সচিব কাজী নুরুল ইসলাম, প্রেস ২য় সচিব মোহাম্মদ বশির, মোহাম্মদ শফিক সহ রিয়াদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।