মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২৯ মার্চ শুক্রবার রাতে রিয়াদ বাংলাদেশ থিয়েটার মহান স্বাধীনতা দিবস উদযাপন ও অভিষেক উপলক্ষে এর বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, প্রয়াতনাট্যজন এস এম সোলায়মান রচিত মত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’র সফল মঞ্চায়ন হয়েছে।
রিয়াদে বসবাসরত শত শত বাংলাদেশিদের উপস্থিতিতে প্রবাসের মাটিতে ভিন্ন মাত্রার সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত মঞ্চে পরিবেশিত হয় দেশের গান, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, কবিতা পাঠ, দেশীয় গানের সাথে নৃত্য, গণসংগীত এবং ঢাকা থিয়েটার আর্ট ইউনিট এর দর্শকনন্দিত নাটক ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল মঞ্চস্থ হয়। নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে -অনুষ্ঠানের প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান জামান, সাথী সালাউদ্দিন।
২য় পর্বে মোঃ হাফিজুল ইসলাম পলাশ ও মোঃ সালাউদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আগত রিয়াদ প্রবাসী বাংলাদেশি রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও প্রবাসে সাংস্কৃতিক এ নিয়ে মঞ্চে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিজোন্যাল ম্যানেজার মোঃ আমিনুল হক ভুইয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আবদুস সালাম, কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, সেমুসি হাসপাতালের ডাক্তার সুমন সরকার, রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুলের চেয়ারম্যান মোঃ মুসতাক আহমেদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রহমান চৌধুরী, আবুল খায়ের বাচ্চু, এরশাদ আলী, শ্রী বাবুল দাস, মোঃ মনিরুল ইসলাম, এইচ এম আলমগীর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আবদুস সাত্তার, শামীম ভুইয়া, কৃষিবিদ শামীম আবেদিন, ইঞ্জিনিয়ার আবদুস সবুর খান, শিক্ষক খাদেমুল ইসলাম, সৈয়দ এ টি এম জিয়াউদ্দিন, মুসা বাবু, আরব নিউজের সাংবাদিক মোঃ ইকবাল হোসেন, আরব ন্যাশনাল ব্যাংকের রেমিটেন্স ম্যানেজার মোঃ মশিউর রহমান, শ্যাডো সামাজিক সংগঠনের -উপদেষ্টা মমতাজুল ইসলাম তাজ, আবদুস সালাম কিরন, আবিদ রহমান, রাজনীতিক ব্যাক্তিত্ব শহিদুল ইসলাম মাতব্বর, ঈশা উললাহ, মোঃ সুজন , মিন্টু সিকদার, সাংবাদিক রুস্তম খান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা পরিবার, পরিজন নিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
ঢাকা থেকে বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যকরী পরিষদের – প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সমন্বয়ক নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান টিটু, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মির্জা কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ আল করিম, প্রচার সম্পাদক নাঈম রহমান, কার্যকরি পরিষদের সদস্য মন্ডলী মোঃ নাজিম উদ্দীন, মোঃ আলমগীর হোসেন মন্ডল, মুশতাক আহমেদ মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম পলাশ, মোঃ শেখ জামাল। উপদেষ্টা মন্ডলির মোঃ জামশেদ রানা, মোঃ মনজুর আল ইসলাম। সদস্য রফিক মন্ডল, নাসরা কিরন, তুর্য, মামিতা, লামিয়া, সারা, সুবা আজাদ,মসীহ সিরাজ, ফারুক মন্ডল, কামাল উদ্দিন প্রমুখ।
ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন – আরিফুর রহমান টিটু, মোঃ রাশেদ আল করিম, নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, নাজিম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন মন্ডল, মুশতাক আহমেদ মন্ডল, মির্জা কামাল হোসেন।
কোরাস: নাসরা, মামিতা, লামিয়া, তুর্য, সারা, পলাশ ও নাঈম। শব্দ নিয়ন্ত্রক: মোঃ মনজুর আল ইসলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠান: কি বোর্ড: মোঃ জামশেদ রানা ও অমল দাস,
প্যাড: মোঃ সালাহউদ্দিন, হারমোনিয়াম: মুশতাক আহমেদ মন্ডল, বাঁশি: মোঃ রফিক মন্ডল, তবলা: নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন – রিয়াদ বাথা ঢাকা মেডিকেল সেন্টার এবং প্রবাসী সেবা কেন্দ্র A2I।