হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি দুই মেধাবী তরুণ। এরা হলেন: বোস্টনের এমআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) ও ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯)।
দুর্ঘটনায় তাদের আরও তিন বন্ধু আহত হয়েছেন। তারা হলেন: তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) ও যসোয়া রিভারা (১৮)।
স্থানীয় সময় শুক্রবার (১৯ আগস্ট ২০২২) রাতে নিউজার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়। পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পর মারা যান শাকিল। বাকি তিনজন ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, ওই তরুণদের সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রোববার (২১ আগস্ট) পর্যন্ত মর্গে ছিল। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
নিহত শাহরিয়ারের মা-বাবার আদি নিবাস বাংলাদেশের সিলেটে ও শাকিলের মা-বাবার বাড়ি পাবনায়। তারা এখন যুক্তরাষ্ট্রের অভিবাসী।
এক সঙ্গে দুই মেধাবী তরুণকে হারিয়ে প্যাটারসন শহরের বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।