শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: যথাযথ ধর্মীয় মর্যাদায় মালয়েশিয়ায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:)। মঙ্গলবার সেলাঙ্গরের রাওয়াংয়ে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়িদের সংগঠন বিডিএম বিজনেস’র উদ্যোগে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু ইউছুফ সেলিমের সঞ্চালনায় ও মোহাম্মদ শাহ জাহানের সভাপতিত্বে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম। এসময় মহানবীর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে স্থানীয় নাগরিক ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা সজল আক্তার, আব্দুর রহমান শাহিন, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, সহসভাপতি রুহুল আমিন গিয়াস, মোস্তাফিজুর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রতন, কোষাধ্যক্ষ মো. নাসির, প্রচার সম্পাদক নুরুল ইসলাম ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।