রফিক আহমদ খান, কুয়ালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার জহুর প্রদেশে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া আওয়ামী লীগ জহুর শাখার উদ্যোগে ১৫ আগস্ট বুধবার সন্ধ্যায় জহুর নিউ ইয়র্ক হোটেলের হলঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জহুর শাখা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জহুর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আমিন, সিনিয়র সহ-সভাপতি ফাহিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, আরজু শেখ, শামিম এজাজ, রুহুল আমিন, শারফিন রুবেল, শামিম, রাজীব, নুরুজ্জামান, ইমরান, উজ্জল, মুন্না প্রমূখ।
সুমন ও রাজীবের সঞ্চালনায় এসময় সভাপতির বক্তব্যে জাকির হোসেন বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল প্রবাসীকে অপপ্রচারে কান না দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরা প্রয়োজন, বলেন তিনি।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।