রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ’কে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ইংলিশ ভার্সন তুলে দেন একজন মালয়েশিয়া প্রবাসী। মোহাম্মদ শরিফুল ইসলাম নামের এই প্রবাসী বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র সভাপতি।
২৬ মার্চ মঙ্গলবার সকালে কুয়ালালামপুরে নারী বিষয়ক এক অনুষ্ঠান শেষে মধ্যাহৃভোজের সময় ওয়ান আজিজাহ’র হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী উপহার দেন শরিফুল। শরিফুল প্রবাস মেলাকে জানান, “ওয়ান আজিজাহ বঙ্গবন্ধুর আত্মজীবনী পেয়ে
অত্যন্ত খুশি হন । তিনি বইটি অবশ্যই পড়বেন বলে জানান।”
ওয়ান আজিজাহ উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানেরও সভাপতি। তিনি মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী।
শরিফুল জানান, তিনি এই পর্যন্ত মালয়েশিয়ার বেশ কয়েকজন রাজনীতিবিদকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী উপহার দিয়েছেন।