মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের হাতে পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা ৷ মালদ্বীপের রাজধানী মালেতে এক অনুষ্ঠান শেষে পত্রিকার মালদ্বীপ (মালে) প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রবাসীদের হাতে পত্রিকা তুলে দেন। ছবিতে এনামু হক জাকির, এ আর মামুন, শিক্ষক মোঃ শফিকুল ইশলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দুলাল মাদবর, শিক্ষক মীর সাইফুল ইসলাম, ব্যবসায়ী ছাদেক হোসেন, ফারুক খান, আনিছুর রহমান, ব্যবসায়ী মোঃ আকবর হোসেন, গাজী জাহিদ, হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শিরাজ সহ আরো অনেককে দেখা যাচ্ছে ৷ তারা সবাই প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করেন, বিশ্বের একমাত্র পত্রিকা প্রবাসীদের সুখ দুঃখ সব কথা তুলে ধরার জন্য প্রবাস মেলা পত্রিকা পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ৷ এবং সামনে আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেন ৷