মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নিহত মিজানুর রহমান কে ‘মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে ২৫,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় ৷ ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার, মৃত মিজানুর রহমানের আত্মীয় মোঃ রানা মিয়ার কাছে অনুদান প্রদান করেন মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আব্দুল কাদের ৷
অনুদান প্রদান করার সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক মোঃ ইমরান হোসেন তালুকদার ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মালদ্বীপ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে মালদ্বীপের সকল প্রবাসীদেরকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান ৷
উল্লেখ্য, মালদ্বীপ প্রবাসী মিজানুর রহমান নামে চাঁদপুরের গত ১৯ জানুয়ারি মারা যান। মৃত মিজানুর রহমানের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন, ০৯ নং ওয়ার্ড। পিতা মৃত আ: রশিদ মিজি’র ছেলে ৷
জানা যায়, জীবিকার তাগিদে মিজানুর রহমান ২০১২ সালে মালদ্বীপে পাড়ি জমায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বীচ কোম্পানি নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। যার কারণে উক্ত কোম্পানি থেকেও কোন প্রকার সহযোগিতা আসার সম্ভাবনা নেই। মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মৃত ব্যক্তির লাশ দেশে পাঠানো হয় ৷