হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৪ মে) কোভিড-১৯ এর পরীক্ষার পরতার ফলাফল পজিটিভ এসেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অ্যান্টনি ব্লিঙ্কেন এখন থেকে জরুরি সব কাজ ভার্চুয়ালি অংশ নেবেন।
স্টেট ডিপার্টমেন্ট আরও জানায়, ব্লিঙ্কেন কোভিড-১৯ এর দুটি ভ্যাকসিনসহ টিকার বুস্টার ডোজও নিয়েছেন। তবে সামান্য লক্ষণ ছাড়া তেমন কোনো জটিল সমস্যা নেই। এছাড়া গত বেশ কিছুদিন ধরে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেননি তাই প্রেসিডেন্টকে আপাতত সুরক্ষিত হিসেবেই মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে ব্লিঙ্কেনের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিঙ্কেন বৃহস্পতিবারের জন্য নির্ধারিত চীন নীতিতে দীর্ঘ প্রতীক্ষিত বক্তৃতা দেবেন না। তবে তিনি সুস্থ হয়ে পূর্ণ দায়িত্ব পালন করতে উদগ্রীব হয়ে আছেন বলেও জানান তিনি।