প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মানস-গৌতম-নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্ট ও খড়্গপুর বইমেলা আয়োজিত ১৯তম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলা ভাষার বিশিষ্ট কবি ও সমাজতত্ত্বমূলক হেলালগীতি’র রচয়িতা নজমুল হেলাল অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন মার্কিন নৃ-তত্ত্ববিদ অধ্যাপক ফ্রাঙ্ক জে কোরাস, নেপালি ইন্টারন্যাশনাল লিটারারি কাউন্সিলের চেয়ারম্যান রাধে শ্যাম লেকালি, ভারতের বিশিষ্ট কবি সুবোধ সরকার, কবি সুনীল মাঝি, অধ্যাপক তপন কুমার পাল, চপল ভট্টাচার্য, রবি শঙ্কর পাণ্ডে, অশোকেন্দু সেন গুপ্ত, কবি সৈয়দ হাসমত জালাল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন কবি ও প্রাবন্ধিক নন্দদুলাল রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বইমেলা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অপূর্ব চট্টোপধ্যায়।
বরেণ্য কবি নজমুল হেলাল ১৯৭৪ সাল থেকে বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় চর্চা চালিয়ে যাচ্ছেন। তাঁর রচিত স্বাধীনতা বিষয়ক কবিতা “সুমহান শব্দ” দেশ বিদেশে বেশ কদর পাচ্ছে। সেই সুবাদে কবি নজমুল হেলালও হয়ে উঠেছেন সুমহান শব্দের কবি। ইতোমধ্যে সাহিত্যে বিশেষ অবদান রাখায় স্বর্ণপদক (২০১৬)সহ দেশ বিদেশ থেকে নানা প্রতিষ্ঠানের সাহিত্য সম্মানণা অর্জন করে আঞ্চলিক ও দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন।
তিনি জৈষ্ঠ্য কবি হিসেবে বাংলাদেশ বেতার ঢাকা’র “সাহিত্য প্রসঙ্গ” অনুষ্ঠানে ১৯৯১ সাল থেকে স্বরচিত কবিতা পাঠ করে আসছেন।
ঢাকাস্থ বাংলা একাডেমিসহ আঞ্চলিক, জাতীয়, আন্তর্জাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভূঁয়সী প্রশংসা অর্জন করেছেন তিনি।
কবি নজমুল হেলালের ১৯৭৮ সালে চুয়াডাঙ্গার অনুসন্ধান পত্রিকায় এবং ১৯৮০ সালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার শান্তিনগরের শুভেন্দু চট্টোপাধ্যায় সম্পাদিত কাবেরী সাহিত্য পত্রিকায় সর্বপ্রথম “বুদ্ধির ভুল”কবিতা ছাপা হয়। এছাড়াও নজমুল হেলাল ছদ্মনামেও তাঁর লেখা প্রকাশ করেছেন; কলাম লেখক হিসেবেও সিদ্ধহস্ত।
তাঁর উল্লেখযোগ্য একক কাব্যগ্রন্থ “ভালবাসলেই খোঁজ রাখতে হয়”।কিন্তু তাঁর বিরচিত প্রথম গ্রন্থ “ইন্টারন্যাশনাল বাংলা টিচিং”(১৯৮৩)।তারপর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, চুয়াডাঙ্গা প্রকাশ করে নজমুল হেলাল বিরচিত সমাজতত্ত্বমূলক “হেলালগীতি”-অ সিরিজ নামক গ্রন্থ(১৯৮৫)। নজমুল হেলাল সম্পাদনাও করেন “মুখোশ খোলার চাবি”, “প্রেরণা”, “এই সব দিনরাত্রি”নামক সাহিত্য-সংস্কৃতি বিষয়ক প্রকাশনার।
তিনি ছিলেন দৈনিক অন্য আলো পত্রিকার প্রধান উপদেষ্টা। ২০০০ খৃস্টাব্দে ২৩ অক্টোবরে ঢাকাস্থ শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের উপস্থিতিতে তাঁরই ৭২তম শুভ জন্মদিনের জাতীয় অনুষ্ঠানে কবি নজমুল হেলাল সভাপতিত্ব করার সৌভাগ্য অর্জন করেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট আবৃত্তিকার, টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজের সংগঠন সোনার তরীর পরিবেশনায় শামসুর রাহমানের কবিতা সবাইকে মুগ্ধ করেছিল।