সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাংলাদেশ জালালাবাদ কমিউনিটি বাহরাইন হিদ শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার হোসেন সভাপতিত্বে আহমদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জালালাবাদ কমিউনিটির উপদেষ্টা গিয়াস মিয়া।
প্রধান বক্তা ছিলেন জালালাবাদ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মামুন হোসেন মোজাহিদুর রহমান দুলাল নুরুল ইসলাম, বকতিয়ার মিয়া, অমর মিয়া, রেহান আহমদ, সুয়েব আহমদ, রিয়াজুল আনোয়ার, হরিকুল ইসলাম জুয়েল মিয়া, মলু মিয়া সহ আরো অনেকে।
বক্তারা বলেন, বাহরাইনে যত বাংলাদেশি আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বাহরাইনে বাংলাদেশের সুনাম অর্জন করতে হবে। বাহরাইনে প্রবাসী সিলেট বিভাগের প্রতিটি জনপদের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ়করণ এবং তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যান ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ কমিনিউটি বাহরাইন প্রতিটি এলাকায় শাখা কমিটি গঠন করা হবে।