শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস কুয়েত এর উদ্যোগে বাংলাদেশ সরকারের ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশের ন্যায় ৫ অক্টোবর শুক্রবার জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ বাংলদেশ দূতাবাস কুয়েতে অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ১০.৩০ মিনিটে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্ভোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল লতিফ খাঁন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁন, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, বাংলাদেশ বিমান কুয়েতের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান সহ বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সকল পর্যায়ের অসংখ্য কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
উন্নয়ন মেলায় অংশগ্রহণ করে কুয়েত প্রবাসীরা বর্তমান সরকারের নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথা জানতে পেরেছেন এবং বর্তমান সরকারের এ উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের সম্পৃক্ততা হওয়ার কথা জানান অনেক প্রবাসীরা।
রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, দূতাবাসে উন্নয়ন মেলা ২০১৮ সফল করতে যারা কাজ করেছেন বিশেষ করে সাংবাদিক, দূতাবাস কর্মকর্তাগণ, কমিউনিটির বিভিন্ন সংগঠন সহ সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে এরকম আয়োজনের মাধ্যমে প্রাবাসীদেরকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে অবগত করতে দূতাবাস কাজ করবে পাশাপাশি সকলকে পাশে থেকে দেশকে এগিয়ে নিতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার গঠনে সহযোগিতার পরামর্শ দেন।
এছাড়া অনুষ্ঠানে বাহারী পিঠা পুলি, আর উন্নয়নের বিভিন্ন ব্যানার দেয়ালে দেয়ালে এবং বিমান সহ বিভিন্ন স্টল আকৃষ্ট করে। এ সময় দূতাবাস প্রাঙ্গণ রাষ্ট্রদূত ঘুরে ঘুরে পরিদর্শন করেন। দুপুরের খাবার পরিবেশনের পর বিকালে প্রামাণ্য চিত্র প্রদর্শন আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান এর উপস্থাপনায় শিল্পীরা মনোজ্ঞ গান, নাচ পরিবেশন করেন। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সকল কাজ সমাপ্তি হয়।