মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: তরুণ প্রজন্মই জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে আরো এগিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৫ (শাহরাস্তি হাজিগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ,ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে স্বাধীনতা বিরোধীদের বিশাল চক্রান্ত ছিলো, এ চক্রান্তের প্রধান ছিল মোস্তাক ও বিরোধী দলের প্রধান।
তিনি বলেন, বিশ্বে যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, এমন নৃশংস হত্যাকাণ্ড কোন দেশে ঘটেনি। খুনীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তার আট বছরের শিশুসহ পরিবারের নারী ও শিশুসহ সকল সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছিল। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে খুনীদের বিচার হয়েছে। কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। বাকী দণ্ডপ্রাপ্তদের খুঁজে বের করে সাজা প্রদান করা হবে।
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার ২১টি বছর বাংলাদেশ আওয়ামীলীগের জনগণ নির্যাতিত, নিপীড়িত, অনেকে পাশ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এদেশ স্বাধীনতার স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা নিষিদ্ধ ছিল। ২১ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করেন। তিনি বলেন, বিএনপি কখনোই ক্ষমতার স্বাদ পাবেনা। বাংলার জনগণ তাদের সকল কাজ প্রত্যাখ্যান করছে এবং করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার এর সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর মেয়র হাজি মোহাম্মদ আবদুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম এল এল বি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ মোঃ ইলিয়াস মিন্টু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন মুক্তা, পৌর আঃলীগ নেতা আবদুল্লা আল মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন সহ বিভিন্ন স্কুল, কলেজ, এবং মাদ্রাসার শিক্ষক সহ রাজনৈতিক সাংবাদিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮ টার পৌর সভা কার্যালয় এর সামনে থেকে শোক র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁদপুর –৫ আসনের সংসদ সদস্য (শাহরাস্তি — হাজিগঞ্জ) মেজর(অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, থানা, ফায়ার সার্ভিস, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, স্তরে স্তরে স্কুল, কলেজ, ও মাদ্রাসার পক্ষ থেকে ফুল দিয়ে
শ্রদ্ধা জানান।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা শাহ সাহেব জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওঃ মোঃ সলিমুল্লাহ্।