প্রবাস মেলা ডেস্ক: মাকসুদা আখতার প্রিয়তি। বাংলাদেশের একজন দুঃসাহসী যুদ্ধজয়ী নারী। বর্তমানে তিনি আয়ারল্যান্ডের একজন আলোচিত মডেল। সাবেক মিস আয়ারল্যান্ড। সম্প্রতি তিনি আয়ারল্যান্ডের রাজনীতিতে যুক্ত হয়েছেন । একজন আলোচিত মডেল ছাড়াও তিনি একজন পেশাদার পাইলট। দুটি সন্তান নিয়ে প্রিয়তি স্থায়ীভাবে বসবাস করেন আয়ারল্যান্ডে। জীবনের এই ধাপগুলো অতিক্রম করতে জাগতিক জীবনে তাকে কম যুদ্ধ করতে হয়নি। এই বিষয়গুলোই তার বইয়ে স্থান পেয়েছে।
প্রিয়তি জানান, ‘আমারও আট/ দশটা বাঙালি মেয়ের মতো সাদাসিধা দুই বাচ্চা নিয়ে জীবন ছিলো, আয়ারল্যান্ডে কেটে যাচ্ছিল সেই জীবন। কি এমন ঘটে গেলো যে জীবনের মোর ঘোরাতে হলো এমন নাটকীয়ভাবে? কিভাবে সঞ্চয় করলাম এতো সাহস? কেমন ছিল সেই ট্রান্সফরমেশন এর পথ?’
তার এই জীবন যুদ্ধ নিয়ে লিখেছেন বই ‘প্রিয়তির আয়না’। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক এই বইটি। বইটির প্রচ্ছদ করেছেন হিমেল হক। দেশ পাবলিকেশনস থেকে প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। দেশ পাবলিকেশনস এর স্টল নং ৩৮৮-৩৮৯ তে পাওয়া যাবে প্রিয়তির লেখা বইটি।
পুরোপুরি প্রাপ্ত বয়স্কদের জন্য নিজের জীবন কাহিনী লেখা বইটি ১৮ বছরের নিচে কাউকে কিনতে কিংবা পড়তে নিষেধ করেছেন প্রিয়তি নিজেই।