প্রবাস মেলা ডেস্ক: বেশীর ভাগে প্রবাসীরা ঘর ছাড়েন অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার জন্য। বয়ে আনেন দেশের জন্য বৈদেশিক মুদ্রা । এমন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা রয়েছেন সারা বিশ্বে প্রায় এক কোটিরও বেশি । এর মধ্যে কেউ কেউ ভিন দেশে, ভিন মাটিতে কঠোর পরিশ্রমের পরও সংস্কৃতি চর্চার মাধ্যমে দুই দেশের মধ্যে তৈরী করেন সেতু বন্ধন বা লেখালেখি করে নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন ।
এমনই একজন জার্মান প্রবাসী লেখক কামরুজ্জামান। জন্ম ১৯৫৮ সালে বাংলাদেশের চট্টগ্রাম এর পাহাড়তলীতে । বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে দূরন্ত যুবক পাড়ি জমান প্রবাসে । দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবনে বহু সামাজিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি লিখেছেন শিশু শিক্ষা বিষয়ক বই, কাব্যগ্রন্থ ও উপন্যাস। তার সর্বশেষ উপন্যাস অভিবাসী -যা জীবনভিত্তিক লেখা প্রবাসীদের নিয়ে আসছে আগামী ২১ বইমেলায় । চাঁদ-নারী- মেলবন্ধন-প্রবাসের হাসিকান্না, কাঠের বাক্সে বিদায়-আবার চাঁদের আলোর খেলা প্রভৃতি লেখা বই।