রাসেল আহমদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও অফিওরার ১০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক এসোসিয়েশন অফিওরা’র উদ্যোগে ‘ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল-২০২২’ অনুষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী স্থাথা শহরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অফিওরা’র প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা কাউন্সিলর কৌশিক রাব্বানী খানের সঞ্চালনায় অনুষ্ঠানর শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বাংলাদেশের সাফল্যের স্বপ্নের পদ্মা সেতুর ২ মিনিট প্রামাণ্য চিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, স্তা মেরির মেয়র আজেদী তাইবি, শাহ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শাহ আলম সুমন, অর্পি’র ডিরেক্টর ওদিন তুয়াতি, কো-ডিরেক্টর ফারুক খান, অ্যামি ভয়াজের ম্যানেজিং ডিরেক্টর তানজিম হোসাইন ও অফিওরার জেনারেল সেক্রেটারি শুভ দাস প্রমুখ।
অনুষ্ঠানের সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে আয়োজকদের পক্ষ থেকে একটি স্টল থাকে যার পুরো অর্থ বন্যার্তদের সহযোগিতা করবে তাছাড়াও ইপিবিএস ও বি সি এফ এর দুটি বক্স ছিল অর্থ কালেকশনের জন্য যার পুরো অর্থ সিলেটে বন্যার্তদের দেয়া হবে।
নগর বাউল জেমস, শিরোনামহীন, নয়া দামান খ্যাত শিল্পী মৌজা বাংলাদেশের তারকা শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মেতে উঠে পুরো স্টেডিয়াম। সফল ও সুন্দরভাবে এ ঐতিহাসিক উৎসব সম্পন্ন করতে পেরে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইভেন্ট প্রতিষ্ঠান ‘অফিওরা’র কর্ণধার কৌশিক রাব্বানী খান জানান- মূলত, ফ্রান্সে বাঙালিদের মেলবন্ধনকে আরো সূদৃঢ় করার পাশাপাশি ফরাসি সংস্কৃতির মাঝে বাংলাদেশি কৃষ্টি-কালচার ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়ে ছিল আমাদের এই আয়োজন।
তিনি বলেন, আশা করি- কিছু সময়ের জন্য হলেও প্যারিসের বুকে এক টুকরো অন্যরকম বাংলাদেশ খুঁজে পেয়েছেন সবাই।
রাব্বানীর বলেন- একটি সুশৃঙ্খল সুন্দর ও আনন্দযজ্ঞ অনুষ্ঠান উপহার দিতে পেরে আমরা তথা অফিওরা সংশ্লিষ্ট সবাই গর্বিত এবং আনন্দিত।