প্রবাস মেলা ডেস্ক: সদ্য প্রয়াত কবি ও সংস্কৃতিকর্মী মাহবুব নেওয়াজ চৌধুরী’র স্মরণে অনুষ্ঠিতব্য সভার প্রস্তুতিমূলক আলোচনা সভা ঢাকার হাতিরপুলস্থ পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রয়াত কবি মাহবুব নেওয়াজ চৌধুরী’র স্বরণ সভা সফলভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত আলোচনা হয়। প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রতী’র নির্বাহী পরিচালক শারমীন মুরশীদ, ফ্রিল্যান্স আর্টিস্ট অাফরোজা জামিল কঙ্কা, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন দে, টিভি উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ, প্রবাস মেলা’র সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ, নির্বাহী সম্পাদক শহীদ রাজু, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদ হোসাইন, বিপ্লবী ছাত্র মৈত্রী’র সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, গণজাগরণ মঞ্চের একনিষ্ঠ এক্টিভিস্ট জাসদ নেতা আকরামুল হক, ঢাকাস্থ খোকসা সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুল, ব্যাংকার মো: জিল্লুর রহমান প্রমুখ। পরে প্রবাস মেলা হাতে নিয়ে উপস্থিত সবাই ফটোসেশনে অংশগ্রহণ করেন।