প্রবাস মেলা ডেস্ক: ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জুবায়দা নাজনীন চৌধুরী ও মালয়েশিয়া প্রবাসী রফিক আহমদ খান।
মুন্সিগঞ্জের কৃতি সন্তান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক জুবায়দা নাজনীন চৌধুরীকে রাজনীতির মাঠে খুব সরব উপস্থিতি দেখা যায়। সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সিগঞ্জ ৩ আসনের জন্য মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন। যদিও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোয়ন পাননি।
জোবায়দা নাজনীন চৌধুরী নাজ এন্টারপ্রাইজ (Najjj Enterprize) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকাস্থ ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সদস্য। এছাড়াও তিনি মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির আজীবন সদস্য, মুন্সিগঞ্জ বিক্রমপুর কল্যাণ ফাউন্ডেশন এর সহকারী মহিলা ব্যবস্থাপক সহ নানান সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
প্রবাস মেলায় আলাপচারিতায় তিনি জানান, রাজনীতির মাধ্যমেই জনগণের সেবা করা সম্ভব। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার মানুষের জন্য কিছু করতে চান।
এ সময় অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর প্রবাসী, লেখক ও সাংবাদিক রফিক আহমদ খানও উপস্থিত ছিলেন।
পরে প্রবাস মেলা কলাকুশীলদের সাথে অতিথিরা ফটোসেশনে অংশ নেন।