প্রবাস মেলা ডেস্ক: ২৯ জুলাই সোমবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে প্রবাসী অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মো: আনোয়ারুল ইসলাম রনি।
জয়পুরহাট জেলার কৃতি সন্তান মো: আনোয়ারুল ইসলাম রনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার সাবেক সভাপতি ও সাবেক উপদেষ্টা । তিনি কোরিয়াতে অসংখ্য স্বেচ্ছাসেবকমূলক কাজের সাথে জড়িত। তিনি নানান কাজের স্বীকৃতি স্বরূপ অসংখ্য অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন। যার মধ্যে কোরিয়ান পুলিশ অ্যাওয়ার্ড, ইনছন মেট্রোপলিটন সিটি মেয়র কর্তৃক প্রাপ্ত অ্যাওয়ার্ড ও কোরিয়াতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক অ্যাওয়ার্ড অন্যতম। আনোয়ারুল ইসলাম রনি প্রবাস মেলাতেও নিয়মিত আর্টিকেল লিখেন।
প্রবাস মেলা অফিসে তিনি পত্রিকার কলাকুশীলদের সাথে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের নানা বিষয়ে মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে চ্যানেল এস এর ভিডিও এডিটর মো: সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
পরে পত্রিকার চীফ রিপোর্টার দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় মুখ মো: আনোয়ারুল ইসলাম রনির হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।