প্রবাস মেলা ডেস্ক: ২২ মে ২০২৩, সোমবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন কোলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সংগঠক ও শিক্ষিকা মৌসুমী দাস। তিনি বাংলাদেশে বেড়াতে আসলে প্রবাস মেলা কার্যালয় পরিদর্শন করেন। আড্ডায়-আলোচনায় ও চা-চক্রে ওঠে আসে দুই বাংলার শিল্প-সংস্কৃতির নানা দিক। আলোচনার ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জীবন কর।

উল্লেখ্য, মৌসুমী দাসের জন্ম কোলকাতায়। সেখানেই তার বেড়ে ওঠা। পেশায় তিনি একজন শিক্ষিকা আর নেশা গান ও অন্যান্য সাংস্কৃতিক চর্চা। তিনি বিভিন্ন ধরণের গান চর্চা করেন। গানের পাশাপাশি তিনি একজন সংগঠক। কোলকাতার নামকরা সাংস্কৃতিক সংগঠন ‘বড়িশা মোহনীয়া’র তিনি কর্ণধার। এছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত জাতীয় লোকসঙ্গীত পরিষদের তিনি একজন সক্রিয় সদস্য। আলাপচারিতায় তিনি বলেন, বাংলাদেশের সাথে আমাদের আত্মার সম্পর্ক। এ সম্পর্ক দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে। দু’দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মেলবন্ধনে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।